• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং
বোয়ালমারীতে নির্ধারিত মূল্যের চেয়ে সয়াবিন বেশি দামে বিক্রি করায় জরিমানা

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের বোয়ালমারীতে বোতলজাত সয়াবিন তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করা এবং কেজিতে তরমুজ বিক্রি করার অপরাধে ৬ ব্যবসায়িকে ২০ হাজার টাকা জরিমানা
করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাতে উপজেলার শেখর ইউনিয়নের সহস্রাইল ও বোয়ালমারী পৌর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী
কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক।
আদালত সুত্রে জানা যায়, বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারে বোতলজাত সয়াবিন তেল কোম্পানী নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দাম রাখা ও কেজিতে তরমুজ বিক্রি করায় তরমুজ ব্যবসায়ি সিদ্দিক মিয়াকে এক হাজার, সয়াবিন তেল বেশি দামে বিক্রি করায় মা স্টোরকে ৫ হাজার, রবিউল স্টোরকে ৩ হাজার,
রাকিব স্টোরকে ৫ হাজার টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করেন। এছাড়া পৌর বাজারের রাজিব স্টোরকে দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৩ হাজার টাকা, জাবেদ বস্ত্রলায়কে পথচারী চলাচলের জায়গায় মালামাল
রাখায় দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় ৩ হাজার টাকাসহ ছয়জনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেন।
গতকাল শুক্রবার সকালে উপজেলাসহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক বলেন, অসাধু ব্যবসায়িরা সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও কেজিতে তরমুজ বিক্রি করছিলো এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতে অভিযান চালানো হয়।
অভিযানে ছয়জনের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে তাদের সতর্ক করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।