• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
সাভারে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬২

সুমন ভূইয়া সাভার প্রতিনিধিঃরাজধানীর সন সাভার উপজেলায় গত ২৪ ঘন্টায় পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ নতুন করে আরও ১৮ জনের করোনা শনাক্ত করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এ নিয়ে এখন পর্যন্ত উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৬২ জনে। যাদের মধ্যে অধিকাংশই পোশাক শ্রমিক।

বুধবার সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় সাভারের বিভিন্ন এলাকা থেকে ৫৫ জনের নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য পাঠানো হয়েছিল। যার মধ্যে থেকে ১৮ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে পরিবার পরিকল্পনা কর্মকর্তাও রয়েছেন। এছাড়া এই তালিকায় নতুন করে আরও ৯ জন পোশাককর্মী আক্রান্ত হয়েছে। বাকিরা বিভিন্ন পেশার। ইতিমধ্যে সবাইকে হাসপাতালে পাঠানো হয়েছে এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদেরও পর্যায়ক্রমে নমুন সংগ্রহ করা হবে।

অন্যদিকে ঢাকার ধামরাইয়ে গত ২৪ ঘন্টায় একজন ব্যাংক কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ধামরাইয়ের করোনা আক্রান্তের সংখ্যা দাড়ালো ৯ জনে।

বুধবার সন্ধ্যায় ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুর রিফফাত আরা জানান, ধামরাই বেলিশ্বর শাখার কৃষি ব্যাংকের ম্যানেজার করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সুস্থ আছেন এবং আশুলিয়ার নবীনগরে তার বাসায় হোম আইসোলেশনে আছেন। সর্বাক্ষণিক তার সাথে যোগাযোগ রাখা হচ্ছে। তবে তিনি সাভার স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নমুনা দিয়েছিলেন। এ নিয়ে ধামরাইয়ে এখন পর্যন্ত ৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।