• ঢাকা
  • শুক্রবার, ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং
ভাঙ্গায় দু’দল গ্রামবাসির মধ্যে সংঘর্ষে আহত-৪০, বাড়ী-ঘর ভাংচুর-লুটপাট

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-৭/৫/২২
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের গঙ্গাধরদী
গ্রামে শনিবার সকালে দু’দল গ্রামবাসির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ
হয়েছে। এতে নারী পুরুষ সহ কমপক্ষে ৪০ জন গুরুত্বর আহত
হয়েছে। আহতদের ভাঙ্গা ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব
মেজিকেল কলেজে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে ৪০টির
উপর বাড়ী-ঘর ব্যাপক ভাংচুর, একটি পিকআপ গাড়ী ও একটি
মোটর সাইকেল ভাংচুর করা হয়। এসময় এসব বাড়ী ও দোকানে
থাকা দামি মালামাল ও নগত টাকা লুটপাটের ঘটনা ঘটে। খবর
পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি
নিয়ন্ত্রনে আনে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা
জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একই গ্রামের
দু’দলের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রনে
রয়েছে।
সংঘর্ষে গুরুত্বর আহতরা হলো, লুৎফর রহমান, কোটন সেক,
শাহআলম, বাহাদুর রহমান, রিপন, সবুজ, মান্দার খা, আনোয়ার
হোসেন, জাহাঙ্গির, এমদাদ হোসেন, টুটুল মোল্লা, জসিম
মোল্লা, চুন্নু সেক, হৃদয় সেক, সৈয়াদ আলম, ফুলজান খাতুন,
চম্পা বেগম, রিনা বেগম, নাঈম শরীফ, সুজন মোল্লা, ছানি
মোল্লা, ইয়াছিন মোল্লা, ইব্রাহিম সেক, কালু মুন্সি,
হাবিদুল্লাহ মুন্সি, আসাদুল্লাহ মুন্সি।
সংঘর্ষ চলাকালে ভাঙ্গা বাজারের ব্যবসায়ী সুজন চোকদারের
একটি পিকআপ ও তার ব্যবহৃত মোটরসাইকেল সহ তার ঘরবাড়ী
ব্যাপক ভাংচুর করা হয়। এসময় আরো ঘরবাড়ী ভাংচুরের শিকার হয়
কোটন সেক, শাহআলম, নুর আলম, তোতা চোকদার, নান্নু
চোকদার, ফরহাদ চোকদার, জলিল চোকদার, নাসির চোকদার,
দেলোয়ার মেম্বার, মামুন সেক, নাসির সেক, ইলিয়াছ সেক,
ইব্রাহিম সেক, চুন্নু সেক, আনোয়ার কারিকর, জাহাঙ্গির
হোসেন, টুটুল মোল্লা, হান্নান মোল্লা, মান্নান মোল্লা,
হায়দার মোল্লা, কাওছার মোল্লা, শাজাহান মোল্লা, জসিম
মোল্লা, জিয়ারত সেক, সৈয়াদ আলম, রেজাউল মেম্বার, সুমন
খান, কালু, মুন্সি, হাবিবুল্লাহ মুন্সি, সহিদুল মুন্সি।
জানা গেছে, শুক্রবার বিকালে মান্নান মোল্লা পুত্র ইয়াছিন
মোল্লা তার সহপাঠিদের সাথে গঙ্গাধরদী গ্রামের রাস্তায়

ঘুরতে বের হয়। এসময় একই গ্রামের লুৎফর রহমানের পুত্র রাজনের সাথে কথা কাটাকাটি হয়। সেসময় ইয়াছিন মোল্লা পক্ষে
তোতা চোকদার ও রাজনের পক্ষে মতিয়ার রহমানের লোকজন
সংঘর্ষে লিপ্ত হয়। এতে তোতা চোকদারের পক্ষের হান্নান
মোল্লা, আবুল মোল্লা, ওবায়দুল মোল্লা ও উজ্জ্বল সেক গুরুত্বর
আহত হয়। এদেরকে ভাঙ্গা ও ফরিদপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয় রাতে। শনিবার সকালে এ ঘটনার জের ধরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে কয়েকঘন্টা ব্যাপি রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।