• ঢাকা
  • বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং
রাঙ্গাবালীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১১, আটক ৩

সজ্ঞিব দাস, গলাচিপা  (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীতে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১১ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের নিজকাটা গ্রামে মঙ্গলবার এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘ ৬ বছর ধরে নিজকাটা মৌজার ১ একর ৯২ শতাংশ জমি নিয়ে মিলন খলিফা এবং নজরুল খলিফার মধ্যে বিরোধ চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে বিরোধী ওই জমিতে মাটি কাটতে যায় মিলন খলিফার লোকজন। এনিয়ে দুই পক্ষ মুখোমুখি হয়। একপর্যায়ে নজরুল খলিফার পক্ষ নিয়ে নিজকাটা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহির হাওলাদারের নেতৃত্বে ২০-২৫ জন লোক ধারালো দেশি অস্ত্র নিয়ে মিলন খলিফার লোকজনের ওপর হামলা চালায়। বিকেল পর্যন্ত তিন দফায় সংঘর্ষ ও হামলার ঘটনা ঘটে।এতে এক নারীসহ ১১ জন আহত হয়। আহতরা হলেন – নিজকাটা গ্রামের শওকত খলিফা (৪০), মিলন খলিফা (৫০), আকতার খলিফা (৩৫), মাছুম খলিফা( ২৫), আরিফ খলিফা (২১), রাব্বি খলিফা (১৮), খুকি বেগম (৪০), কিশোর খলিফা (২৫), ইউনূস (৩০), জাকির (৪৫) ও সিহাব (১৭)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে গুরুত্বর আহত শওকত, কিশোর, রাব্বি ও খুকিকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী পাঠানো হয়েছে। মিলন খলিফার দাবি, হামলায় তাদের আটজন আহত হয়েছে। তবে নজরুল খলিফা দাবি করছেন, তাদের তিনজন আহত হয়েছে।

এদিকে এ ঘটনায় ওইদিন রাতে নজরুল খলিফা (৬০) ফারুক হাওলাদার (৫৫) ও সজিবকে (৩২) আটক করেছে পুলিশ।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, আহতরা থানায় এসেছে। চারজনকে চিকিৎসায় পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।