• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
ফরিদপুরে শরিয়াতুল্লাহ বাজার কমিটি নির্বাচনে মনোনয়ন ফরম বিতরন অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি :আগামী ২৩ শে জুন অনুষ্ঠিতব্য ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি হাজী শরীয়তউল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি (২০২২-২০২৭) নির্বাচন অনুষ্ঠিত হবে ‌ এ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে মনোনয়ন ফরম বিক্রি করেছে নির্বাচন কমিশন। ব্যাপক উৎসাহ উদ্দিপনা আর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে নির্বাচনে আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করতে লক্ষ করা গেছে।

জানা যায় এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করবেন মো: দেলোয়ার হোসেন ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কুদ্দুসুর রহমান কুদ্দুস। এ ছাড়া সদস্য হিসেবে এ.কে.এম. রহমুতুল্লাহ সিদ্দিকী (লিটন), মেহেদী হাসান বাবু, আবু জাফর মোল্লা, মো: মকবুল হোসেন, মো: হাফিজুর রহমান লাবু খান দায়িত্ব পালন করবেন। একইসাথে এ্যাডভোকেট আব্দুর রশিদ, গোলাম মো: নাছির, মো: নাজমুল হক তারা এ নির্বাচনে আপিল বোর্ডের দায়িত্ব পালন করবেন। নির্বাচন কমিশন সুত্রে জানা যায়, এ নির্বাচন কে ঘিরে আজ ৭ই জুন দুপুর ২ টা পর্যন্ত মোট ৪৩ টি মনোনয়ন ফরম সংগ্রহ করেন ৪৩ জন প্রার্থী। আগামী বৃহস্পতিবার এই মনোনয়ন ফরম যাচাই বাছাই শেষে পুর্নাঙ্গ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। নির্ধারিত প্রার্থীদের প্রতিক বরাদ্দ পুর্বক আগামী ২৩ শে জুন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বিরতীহীন ভাবে ভোট গ্রহনের মধ্য দিয়ে নির্বাচিত কমিটির ফলাফল প্রকাশ করা হবে। পরবর্তিতে নির্বাচিত কমিটি ৪ বছরের জন্য ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি হাজী শরীয়তউল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটির দায়িত্ব পালন করবেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।