চরভদ্রাসনে ৩ দিনে ৫ জনে নমুনা সংগ্রহ
মো.মনির হোসেন,পিন্টু চরভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধিঃ ফরিদপুরের চরভদ্রাসনে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ৩ দিনে পাঁচজনের নমুনা সংগ্রহ করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। সন্দেহভাজন ব্যক্তিরা কিছুদিন ধরে জ্বর, কাশি, শাসকষ্ট ও গলা ব্যাথায় আক্রান্ত হন। খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য বিভাগ গত রবিবার দুই জন, সোমবার দুই জন ও আজ মঙ্গলবার ১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বলেন, গত তিন দিনে উপজেলার সদর ইউনিয়ন থেকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাচঁ জনের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জনের মাধ্যমে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তবে রিপোর্ট না আসা পর্যন্ত তারা করোনাভাইরাসে আক্রান্ত কিনা বলা সম্ভব হচ্ছেনা।
তিনি আরো বলেন, সন্দেহভাজনদের রিপোর্ট না আসা পর্যন্ত তাদেরকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া এপর্যন্ত উপজেলায় মোট ১৩৫ জনের হোম কোয়ারেন্টাইন সম্পূর্ন হয়েছে বলে তিনি জানান।