• ঢাকা
  • বুধবার, ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
ফরিদপুরে নর্থচ্যানেল ইউনিয়নের অসহায়, নিঃস্ব ও হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের বৃহত্তর কামার ডাঙ্গী এলাকার যুব সমাজের প্রিয় মুখ ও এলাকার ছোট বড় সকলের অত্যান্ত আপনজন মোঃ সেলিম শাহরিয়ার এর নিজ উদ্যোগে ইউনিয়নের ৮ ও ৯ নং ওয়ার্ডের শতাধিক অসহায়, নিঃস্ব ও হতদরিদ্র পরিবারের মাঝে আজ শুক্রবার বিকেলে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোঃ সেলিম শাহরিয়ার এর নিজ উদ্যোগে যুব সমাজের সকল সদস্য ও ফেসবুক বন্ধুদের সহায়তায় তিনি নিজ এলাকার দুঃস্থ্য মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন। এ সময় এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ, সমাজ সেবক ও নর্থ চ্যানেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ আঃ ছালাম, আশরাফুল আলম ফুল খাঁন মেম্বার, সাবেক প্রধান শিক্ষক এস এম নুরুল হক মাষ্টার, বাতেন মাতুব্বর, বদরউদ্দিন মাতুব্বর, আফজাল শেখ, হাজী মোঃ আলাউদ্দিন মোল্যা সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে কর্মহীন হয়ে পড়া এলাকার দুঃস্থ্যদের মাঝে জনাব মোঃ সেলিম শাহরিয়ার নিজ উদ্যোগে ফেসবুক বন্ধুদের সহায়তায় দেয়া অর্থ দিয়ে একাধিক বার প্রত্যেক পরিবারের জন্য চাল, ডাল, তেল, আলু, পেয়াজ, ছোলা, চিরা, চিনি, ইত্যাদি নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করেন। তিনি জানান এ মহৎ কাজে তিনি সবার কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছেন। তবে এ কাজে তাকে যিনি সবচেয়ে বড় অর্থনৈতিক সহায়তা দিয়ে তার পাশে দাড়িয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন তিনি হলেন তারই স্নেহ ধন্য ভাতিজা মোঃ হাসিবুল হাসান লাভলু ( সৌদি প্রবাসী)। তিনি তার মত মহৎ ও উদার মনের মানুষ এবং তার পরিবারের সকলের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এছাড়াও তার যুব সমাজের অন্যতম সমাজ সেবক মোঃ আক্তারুজ্জামান, রুহুল আমিন খোকন, এস এম নাজমুল হক সুজন, মঞ্জুর রহমান, মোঃ জালাল মাষ্টার, ফরিদ, ফজলুল হক,রাকিবুল হাসান টোকন, জুনায়েদ, শফিক, মামু সাইদুর মোল্লা ও বিয়াই শফিক সর্বক্ষনিক তার সাথে যোগাযোগ করে অক্লান্ত পরিশ্রম ও মূল্যবান পরামর্শ দিয়ে এ মহৎ কাজকে সফল করে তুলেছেন। তিনি তাদের সকলের প্রতি আন্তরিকভাবে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন ও তাদের সকলের সু- স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। এ ব্যাপারে তিনি আরো বলেন, প্রতিটি এলাকার যুবক তরুনেরা যদি এলাকার খেটে খাওয়া মানুষ, যারা কর্মহীন হয়ে পড়েছে, তাদের পাশে দাড়ায় তাহলে একটি মানুষও না খেয়ে থাকবে না। তিনি সমাজের বিত্তবান লোকদের আহবান জানিয়ে বলেন আসুন আমরা সবাই এই দুর্যোগে যার যার এলাকার মানুষের পাশে দাড়ায়। যুব সমাজের ভালোবাসার মানুষ মোঃ সেলিম শাহরিয়ার আরো জানান, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এলাকার অসহায়, নিঃস্ব, দুঃস্থ্য, হতদরিদ্র, এতিম ও বিধবা মহিলাদের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জামী, জামা কাপড়, গোসত, চিনি, সেমাই ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা হাতে রয়েছে তার। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।