• ঢাকা
  • শুক্রবার, ১৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা অক্টোবর, ২০২৪ ইং
ভাঙ্গায় চালকবিহীন বাসের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

মোঃ রমজান সিকদার, ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধি-৮/৫/২২
ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার রাতে চালকবিহীন বাসের চাকায় পিষ্ট হয়ে জিলানী মুন্সি(২০)নামের এক যুবক মারা গেছে। সে পৌরসদরের কাপুরিয়া সদরদী গ্ৰামের ইলিয়াস মুন্সী ছেলে। এসময় জিনাল মুন্সী নামের অপর এক যুবক গুরুতর আহত হয়। সেও একই এলাকার মীরা মুন্সির পুত্র। স্থানীয় জনতা প্রথমে দু’জনকেই গুরুতর আহত অবস্থায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে প্রেরণ করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক জিলানী মুন্সীকে মৃত ঘোষণা করে।ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও চালককে আটক করতে পারেনি।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন জানায়, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা এস পি পরিবহন ভাঙ্গা বাজার বাসস্ট্যান্ডে দাঁড়ায়। এ সময় চালক গাড়ি থেকে নেমে পাশে চা খেতে যায়। হঠাৎ গাড়িটি চলতে শুরু করে একটি কাউন্টারের ভিতরে ঢুকে যায়। এ সময় জিলানী মুন্সি ও তার বন্ধু জিনাল মুন্সি গাড়ির নিচে চাপা পড়ে গেলে দুর্ঘটনার ঘটনা ঘটে। এ ব্যাপারে চালককে আটক করতে পুলিশ কাজ করছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

অক্টোবর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« সেপ্টেম্বর    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।