• ঢাকা
  • মঙ্গলবার, ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ ইং
গলাচিপায় এক মাসেও উদ্ধার হয়নি ১০ম শ্রেণির ছাত্রী

সজ্ঞিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় দশম শ্রেণির ছাত্রী অপহরণের একমাস হয়ে গেলেও উদ্ধার হয়নি। এ ঘটনায় অপহৃত ছাত্রীর বাবা মো. মশিউর রহমান বাদী হয়ে গত ৩ ফেব্রুয়ারি একটি মামলা দায়ের করেন।
মামলায় আসামি করা হয়েছে সুজন মিয়া (১৯) নামের এক যুবককে। এছাড়া তার বাবা মিঠু মুন্সি (৪০), মিলন মুন্সি (৩৫) ও কামরুন্নাহার বেগমকে আসামি করা হয়।এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।
মামলার বাদী মশিউর রহমান জানান, গলাচিপার রতনদী তালতলী ইউনিয়নের মেমসাহেব গ্রামের বাসিন্দা মশিউর রহমান। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম সিইপিজেড-এর একটি পোশাক তৈরি কারখানায় চাকরি করছেন তিনি। তাদের মেয়ে মেরি আক্তার গ্রামর্দ্দন গ্রামে নানা শাহজাহান পহলানের বাড়িতে থেকে রতনদী তালতলী মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়াশোনা করে।
বিদ্যালয় বন্ধ থাকায় এক শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে যাওয়া-আসার সময় একই এলাকার সুজন প্রায়ই তাকে উত্যক্ত করত। বিষয়টি মেরি তার বাবা-মাকে জানায়। মেরির বাবা বিষয়টি সুজনের বাবা মিঠু মুুুুন্সিকে জানালে সুজন ক্ষিপ্ত হয়ে মেরিকে অপহরণের হুমকি দেয়।গত ১১ জানুয়ারি মেরি সকাল ১০টার দিকে প্রাইভেট পড়ার জন্য রাস্তায় পৌঁছালে অপহরণকারীরা কথা আছে বলে দাঁড়িয়ে কথা বলা শুরু করে।এসময় প্রধান আসামি সুজন মেরিকে জোর করে মোটরসাইকেলে তুলে নিয়ে যাওয়ার সময় চিৎকার শুনে মেরির মা ঘটনাস্থলে এসে মেয়েকে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু অপহরণকারীরা মোটরসাইকেল চালিয়ে স্থানীয় উলানিয়া বাজারের দিকে চলে যায়। এরপর বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়েও মেরিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহৃত মেরির বাবা মশিউর বলেন, গত মঙ্গলবার হঠাৎ করে আমার মোবাইল ফোনে একটি কল আসে। আমি রিসিভ করে হ্যালো বলার সাথে সাথে আমার মেয়ে মেরি বলে, বাবা তুমি আমারে লইয়া যাও।
এসময় পাশ থেকে কে যেন আমার মেয়েকে বকাবকি করে লাইন কেটে দেয়।
গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। অভিযুক্তের মোবাইল ট্র্যাকিং করা হচ্ছে। দ্রুত স্থান পরিবর্তন করায় আমাদের অভিযান সফল হচ্ছে না। তবে আশা করি ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হবো।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ফেব্রুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« জানুয়ারি    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।