• ঢাকা
  • রবিবার, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে এপ্রিল, ২০২৪ ইং
চরভদ্রাসনে সোয়াবিন তৈল গুদামে অভিযান করলেন ইউএনও

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা গত শনিবার রাত ৮টায় সদর বাজারের বিভিন্ন ভৌজ্য তৈল গুদামে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেছেন। উপজেলার বিভিন্ন গুদামে সোয়াবিন তৈল জমা রেখে
রাজারে কৃত্তিম সংকট তৈরী করার দায়ে দুই ডিলারের কাছ থেকে নগদ ৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমান আদালত। এসব ডিলাররা হচ্ছেন-উপজেলার রূপচাঁদা সোয়াবিন তৈল ডিলার মোঃ রহমতউল্লাহ দেওয়ানকে নগদ ১ হাজার টাকা
এবং তীর সোয়াবিন তৈল ডিলার মোঃ ইউসুপ দেওয়ানকে আরও ৫ হাজার টাকা সহ নগদ মোট ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া বাজারের অন্যান্য ডিলারদের গুদাম তল্লাশি করে জমাকৃত ভৌজ্য তৈল তাৎক্ষণিক বাজারে সরবরাহর ব্যবস্থা
করেন ভ্রাম্যমান আদালত। ভোক্তা অধিকার আইন ২০০৯ এর (৪০) ধারা এবং ১৮৬০ এ (১৮৮) ধারামতে এসব জরিমানার অর্থ আদায় করেন ভ্রাম্যমান আদালত। অভিযানের
অন্যরা হলেন-উপজেলা নির্বাহী অফিসারের সিএ সুজন পাল, করণিক মোঃ ইছহাক মিয়া ও ৪ আনসার ব্যাটলিয়ন সদস্যবৃন্দ।
জানা যায়, কিছুদিন ধরে উপজেলার বিভিন্ন ডিলাররা গোডাউনে ভৌজ্য তৈল জমা রেখে রাজারে কৃত্তিম সংকট তৈরী করে আসছিল এবং নির্ধারিত মূল্যর চেয়ে চড়া দামে ভৌজ্য তৈল বিক্রি করে চলছিল। এছাড়া উপজেলায় ডিলাররা ভিন্ন
জেলায় ভৌজ্য তৈল সরবরাহ করে বাজারে সংকট তৈরী করে চলেছিল বলেও সংশ্লিষ্ট সূত্র জানান। এসব অভিযোগের ভিক্তিতে উপজেলার বিভিন্ন ডিলারদের গুদামে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত। অভিযানে সদর বাজারের ডিলার আনন্দ শীল, আমিন হোসেন, রহমতউল্লাহ দেওয়ান ও ইউসুপ দেওয়ানের গুদাম তল্লাশি করে জমাকৃত বিপুল পরিমান সোয়াবিন তৈল দ্রুত বাজারে সরবরাহ করার ব্যাবস্থা করেন ভ্রাম্যমান আদালত।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।