বাগমারাপ্রতিনিধি: করোনা সংকট মোকাবেলায় রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়নে সুবিধা বঞ্চিত গরীব, দুস্থ, অসহায় ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় ইউনিয়নের হামিরকুৎসা উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা ভাইরাসের কারনে বাজারঘাট বন্ধ থাকায় খাদ্য সংকটে পড়েছে নিম্ন আয়ের এই সকল মানুষ। তাদের কথা চিন্তা করে করোনা সংকট মোকাবেলায় বাগমারা আসনের সংসদ সদস্য, উপজেলা আ’লীগের সভাপতি ইঞ্জিনিয়ার এনামুল হক এর নির্দেশনায় শতাধিক ব্যক্তির মাঝে চাল-ডাল এবং তেল বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, ভবানীগঞ্জ পৌর আ’লীগের সভাপতি, মেয়র আব্দুল মালেক মন্ডল, হামিরকুৎসা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক, চেয়ারম্যান আনোয়ার হোসন, উপজেলা যুবলীগের সভাপতি আল-মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রানা, হামিরকুৎসা ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহরেজা ইমন, সাধারণ সম্পাদক রিকো, যোগিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহাবুর রহমান মিঠু, যুবলীগ নেতা হাফিজুর রহমান, নাহিদ হাসান প্রমুখ।