রবিউল হাসান রাজিবঃ ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের তুলাগ্রামে ৯ অক্টোবর রবিবার সকাল ৯টায় কোরবানীয়া চিশতীয়া দরবার শরীফের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফী মোঃ কোরবান আলী আল চিশতী নিজামীর নেতৃত্বে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জশনে জুলুছ/আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এ আনন্দ মিছিলটি দরবার শরীফ হতে বের হয়ে এক হাজারেরও বেশি ভক্তবৃন্দদের নিয়ে কৈজুরী ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে প্রায় তিন কিলোমিটার সড়ক অতিক্রম করে দরবারে এসে সমাপ্ত হয়েছে।
এ সময় স্থানীয় এলাকাবাসীসহ বিভিন্ন এলাকার জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিত্বের বেশ কয়েকজন ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
এ মাহফিলের বক্তব্য রাখেন আলীপুর সুফী দরবার শরীফের পীর সাহেব শাহ সূফী আব্দুল মজিদ আল চিশতি নিজামী, ভাটি লক্ষ্মীপুর দরবার শরীফের পীর সাহেব শাহ সুফী আব্দুস ছামাদ আল চিশতি নিজামী, ডোমরাকান্দী সাবেরিয়া দরবার শরীফের পীর সাহেব আল্লামা সাজ্জাদ হোসেন রনি চিশতি সাবেরী, পীরজাদা মোঃ সাহিদ মোল্লা আল চিশতি নিজামী, পীরজাদা ইঞ্জিঃ নুরুল ইসলাম আল চিশতি নিজামী, ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আমির হোসেন মাসুদ সহ স্থানীয় ওলামা কেরাম ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণের জন্য মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন অত্র দরবারের পীর সাহেব আলহাজ্ব শাহ সুফী মোঃ কোরবান আলী আল চিশতী নিজামী।