শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির উদ্যোগে
ফরিদপুর জেলার ষ্টেশন রোড কাচাবাজার এলাকায় শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির উদ্যোগে শনিবার সকাল ১১ টায় তাদের নিজস্ব কার্যালয় প্রাঙ্গনে বীরঙ্গণা ও শহীদজয়া মিলে চার নারীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
এরা হলেন-বীরঙ্গনা চারু বালা (৬০), শহীদজয়া দেবীরানী বিশ্বাস (৭২), আন্না রানী সাহা (৬২) ও রোকেয়া বেগম (৫৮)। এদের প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা করে চারজনকে মোট ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফরিদপুর শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির আহবায়ক মোঃ সাজ্জাদুল হক সাজ্জাদ।
অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীরঙ্গনা নারীদের মাঝে অর্থ বিতরন করেন জেলা আওয়ামীলীগ সভাপতি সুবল চন্দ্র সাহা।
এ আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন ফরিদপুর শহীদ স্মৃতি সংরক্ষন কমিটির সদস্য সচিব বাবু উৎপল সরকার সাগর।
অনুষ্ঠানে অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উক্ত কমিটির সহসভাপতি নূর মোহাম্মদ, বীরঙ্গনা চারু বালা ও বাদল মুন্সী প্রমূখ।