• ঢাকা
  • বুধবার, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই মে, ২০২৪ ইং
বোয়ালমারীতে লকডাউনে থাকা ৪০ বাড়িতে খাদ্য সহায়তা উপজেলা যুবলীগের

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত পরিবার ও লকডাউনে থাকা আশপাশের প্রায় ৪০ বাড়িতে খাদ্য সহায়তা দিয়েছে উপজেলা যুবলীগের একাংশ। শনিবার বিকেলে উপজেলার চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া এলাকায় কেন্দ্রীয় যুবলীগের নির্দেশে চাল, ডাল, আটা তেলসহ আট ধরনের খাদ্য সামগ্রী প্রত্যেক পরিবারের মাঝে বিতরণ করেন যুবলীগের একাংশের নেতাকর্মীরা। এ সময় উপস্হিত ছিলেন চতুল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা  যুবলীগ একাংশের আহবায়ক শরীফ সেলিমুজ্জামান লিটু, জেলা যুবলীগের সদস্য মনিরুজ্জামান মৃধা লিটন, বোয়ালমারী সরকারি কলেজের সাবেক জিএস রাহাদুল আক্তার তপন, যুবলীগ একাংশের যুগ্ন আহবায়ক দাউদুজ্জামান, সদস্য ওবায়দুর রহমান, হাসান সিকদার, রুবেল সিকদার প্রমুখ।

প্রসঙ্গত- গত ৩ মে চতুল ইউনিয়নের ধুলপুকুরিয়া গ্রামের বাসিন্দা শ্রীবাস রায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় মারা যায়। ওইদিন তার মৃতদেহ ঢাকা থেকে গ্রামের বাড়িতে এনে সৎকার করা হয়। সৎকারের দুইদিন পর শ্রীবাস রায়ের স্ত্রী শিখা রায়ের করোনায় আক্রান্ত হয়। উপজেলা প্রশাসন গত ৫ মে শিখা রায়ের বাড়িসহ আশপাশের চল্লিশটি বাড়ি লকডাউন করে দেয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।