• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ৯ই মে, ২০২৪ ইং
আলফাডাঙ্গায় গণ সংবর্ধনায় সিক্ত হলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী ফরিদপুর-১ অাসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহমানকে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ, সহযোগী সংগঠন ও বীরমুক্তিযোদ্ধা কর্তৃক গণ সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ (০৯ মার্চ) শনিবার বিকাল ৩ টায় ফরিদপুরের আলফাডাঙ্গা আরিফুজ্জামান মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ গণ সংবর্ধনার আয়োজন করা হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এসএম আকরাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আলিম সুজার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক,
সাধারণ সম্পাদক শাহ মোঃ ইসতিয়াক আরিফ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট লিয়াকত শিকদার,বাংলাদেশ আওয়ামী শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, বাংলাদেশ পুলিশের সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব হেমায়েত হোসেন,
আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আশরাফ উদ্দিন তারা,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সদস্য নুরুল হাসান মিয়া,পৌর আওয়ামীলীগের সভাপতি সাবেক মেয়র মো:সাইফুর রহমান সাইফার,
পৌরসভার মেয়র আলী আকসাদ ঝন্টু, উপজেলা যুবলীগের আহ্বায়ক হাসমত হোসেন তালুকদার তপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এনায়েত হোসেন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক অতিরিক্ত সচিব খিজির আহমেদ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আহমেদ, বিশিষ্ট ব্যাংকার শামসুদ্দীন আহমেদ শিমু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সদস্য শেখ তাহিদুর রহমান মুক্ত সহ মধুখালি, বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলা আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও চেয়ারম্যান,মেম্বার এবং অন্যান্য অতিথি বৃন্দ।

সংবর্ধনা শেষে ঢাকা থেকে আগত খ্যাতিমান শিল্পীদের সমন্বয়ে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।