ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ খ্রিঃ পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর বুধবার সকাল ১১ টায় উপজেলা সন্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করেন।
সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতনা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মোল্যা। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভীন ও সহকারী কমিশনার (ভুমি) ইমদাদুল হক তালুকদার সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হত ছিলেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমীন আক্তারের সার্বিক পরিচালনায় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, উপজেলা সমবায় অফিসার মোঃ মিজানুর রহমান ও প্রভাষক মোঃ মিজানুর রহমান প্রমূখ। সভাশেষে উপজেলার পাঁচজন জয়ীতা নারীকে সম্মামনা দেওয়া হয়। এসব জয়ীতারা হলেন-জেসি আক্তার, রুনা বেগম, বিউটি আক্তার, প্রীতী রানী সরকার ও রাফেজা আক্তার।