• ঢাকা
  • রবিবার, ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে মে, ২০২৪ ইং
ফরিদপুরে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও মেয়রের সাথে মৎস্যজীবী লীগের শুভেচ্ছা বিনিময়

নিরঞ্জন মিত্র (নিরু), ফরিদপুর জেলা প্রতিনিধি :

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার কে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখা।
মৎস্যজীবী লীগ এর নবনির্বাচিত ফরিদপুর জেলা শাখার সভাপতি আব্দুস সোবহান এর নেতৃত্বে (১০ ই অক্টোবর) রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে তারা এ শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় জেলা প্রশাসক অতুল সরকার উক্ত কমিটির উদ্দেশ্যে বলেন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা অব্যহত রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামীলীগের সকল রাজনৈতিক দল বঙ্গবন্ধু আদর্শ নিয়ে দেশের উন্নয়নে মুখ্য ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতা বজায় রাখতে নবনির্বাচিত আওয়ামী মৎস্যজীবী লীগ ফরিদপুর জেলা শাখা দেশের উন্নয়নের বিশেষ অবদান রাখবে বলে তিনি প্রত্যাশা করেন। একই সাথে দেশের স্বার্থে রাজনৈতিক ভেধাভেদ ভুলে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে উক্ত কমিটির সকল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান জেলা প্রশাসক অতুল সরকার।

পরে নবনির্বাচিত এ কমিটি ফরিদপুর পুলিশ সুপার আলিমুজ্জামান (বিপিএম সেবা), ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস সহ আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত জেলা মৎস্যজীবী লীগএর যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান (পরশ), বোরহানুস সুলতান, মামুন আল কাওসার নাদিম, মোঃ মমিনুর রহমান সবুজ, মোঃ আব্দুল কুদ্দুস, উত্তম কুমার মালো, মোঃ জহিরুল ইসলাম লিটন, মোঃ মহিদুল ইসলাম, শেখ শাহিনুর রহমান, সদস্য সচিব হিসাবে মোঃ ফরিদ মিয়া, সদস্য কাইফুল কবির রাসেল, মোঃ আশিকুর রহমান খান, গোলাম রব্বানী সহকমিটির অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখ্য রোববার ২৬ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগএর ফরিদপুর জেলা শাখায় ৭৫ সদস্য বিশিষ্ট নবনির্বাচিত কমিটি গঠন করা হয়।
এর পরেই তারা বিভিন্ন সরকারি দপ্তর, আওয়ামীলীগের রাজনৈতিক নেতৃবৃন্দসহ জেলার বিশিষ্ঠজনদের সাথে সৌজন্য সাক্ষাত’ ও ফুলের শুভেচ্ছা বিনিময় করেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মে ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« এপ্রিল    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।