• ঢাকা
  • সোমবার, ১৩ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৭শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
বোয়ালমারীতে ঈদের দিন সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ঈদের দিন সকালে সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন।
নিহত যুবকের নাম পারভেজ শেখ (২২)। তিনি সাতৈর ইউনিয়নের নাওড়াকান্দি রামদিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।
রবিবার (১০ জুলাই) সকালে মাইজকান্দি- ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন সকাল ১০টার দিকে ওই যুবক বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের মুজুরদিয়া ঘাট বাজারের সায়েনের দোকানের সামনে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল চালক পারভেজ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। অপর আরোহী একই গ্রামের ইলিয়াস শেখের ছেলে শহিদুল শেখ মারাত্মকভাবে আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। শহিদুল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বোয়ালমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল ওহাব জানান, এখনও এ বিষয়ে কোন তথ্য পাইনি। এখনই খোঁজ নিতে লোক পাঠাচ্ছি।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।