• ঢাকা
  • মঙ্গলবার, ২৮শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১২ই ডিসেম্বর, ২০২৩ ইং

ফরিদপুর সদর উপজেলার

মল্লিকপুরে হাইওয়ে ব্রীজের আখ ক্ষেতের পাশ থেকে নারীর লাশ উদ্ধার

আখ ক্ষেতের পাশে পড়ে থাকা নারীর লাশ

ফরিদপুর সদর উপজেলার মল্লিকপুরে রাস্তার পাশের আখ ক্ষেতের পাশ থেকে জিয়াসমিন আক্তার(৩০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ ১১ জুলাই শনিবার সকাল আটটার দিকে তার লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত নারী পাশের মধুখালী উপজেলার কারণ্যপুর এলাকার রফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, শুক্রবার সকালে কুরিয়ার সার্ভিসে স্বামীর পাঠানো আম নিতে আসে ফরিদপুর শহরের আলীপুরস্হ ভাড়া বাসায়। কুরিয়ার সার্ভিস থেকে আম নিয়ে সে বাড়ির দিকে অটো যোগে রওনা দেয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পায় পরিবারের লোকজন। রাতে বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খুঁজতে থাকে তাকে।

পরে স্থানীয়রা শনিবার আজ সকালে মল্লিকপুর এলাকার রাস্তার পাশের আখ ক্ষেতের পাশে জিয়াসমিন এর লাশ দেখতে পেয়ে নিহতের পরিবারকে খবর দিলে তারা এসে লাশ শনাক্ত করে।

পুলিশ জানায়, দূর্বত্তরা জিয়াসমিনকে রাতের কোন এক সময়ে মেরে রেখে চলে যায়। তবে কি কারনে তাকে মারা হয়েছে সে ব্যাপারে পুলিশ কিছু জানাতে পারেনি।

এদিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

ডিসেম্বর ২০২৩
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« নভেম্বর    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।