২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ভিপি রেজার উদ্যোগে রাস্তা সংস্কার
এস এম মনিরুজ্জামান, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
235 বার দেখা হয়েছে
০
ফরিদপুর পৌরসভার ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তরুন সমাজ সেবক মোঃ রেজাউল ইসলাম ( ভিপি রেজার) ব্যাক্তিগত উদ্যোগে জন দুর্ভোগ লাগবে ওয়ার্ডের গোলাপদি মাতুব্বর ডাঙ্গী এবং ক্ষিদির বিশ্বাসের ডাঙ্গী মাঝে আব্দুল বিশ্বাস এর বাড়ির সামনে বন্যার পানিতে ভেঙ্গে যাওয়া রাস্তাটি সংস্কার করেছেন।
বন্যার পানিতে ভেঙ্গে যাওয়া ঐ রাস্তা দিয়ে চলাচল কারীদের অনেক কষ্ট হত। ভিপি রেজা বিষয়টি জানার পর ব্যাক্তিগত উদ্যোগে বুধবার সারাদিন নিজে থেকে মাটি কিনে শ্রমিকদের দিয়ে রাস্তাটি সংস্কার করেন। এলাকার বাসিন্দা শাহিন জানান,এবার বন্যার পানিতে রাস্তাটি ভেঙ্গে যায়, কেউ রাস্তাটি সংস্কার করেনি। রেজাকে বললে সে আজ আমাদের রাস্তাটি সংস্কার করে চলাচলের ব্যবস্থা করে দিয়েছে।
এলাকার নান্নু জানান, শুধু এই রাস্তা নয় এর আগেও সে আরো কয়েকটি ভাঙ্গা রাস্তা সংস্কার করছে। বন্যার সময় মানুষের যাতায়াতের জন্য বেশ কয়েকটি বাঁশের সাঁকো করে দিয়েছেন। তাকে যে কোন কাজে ডাকলে পাওয়া যায়। এলাকার কারো ডাক্তার দেখানো প্রয়োজন হলে রেজা এগিয়ে আসে ,অসহায়দের ঔষুদ কিনে দেওয়া সহ মুমুর্ষ রোগীদের রক্তসহ যেকোনো বিপদ- আপদে এগিয়ে আসে।