করোনা পরিস্থিতিতে নাচোল উপজেলার কৃষকের পাশে দাঁড়িয়েছে ছাত্রলীগ। চাঁপাই নবাবগঞ্জ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান এর নির্দেশনায় ও অনুপ্রেরণায় নাচোল পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফসান আহামেদ বকুল ও নাচোল উপজেলা আজিম আহামেদ ও নেতাকর্মীরা কৃষকের জমি থেকে ধান কেটে বাড়ি পর্যন্ত পোঁছে দিচ্ছেন।
১১ মে সমবার নাচোল পৌর এলাকার ৭নং ওর্ডের গ্রামের কৃষক আব্দুল মাতিনের জমির ধান কেটে দেন একদল ছাত্রলীগ নেতাকর্মী। প্রায় ৬ জন মিলে একটি দল সকাল ৭,৩০ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওই কৃষকের ৮০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।
নাচোল পৌর ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাফসান আহামেদ বকুল জানান, মাননীয় প্রধানমন্ত্রীর ও চাঁপাই নবাবগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ডাঃ সাইফ জামান অনুপ্রেরণা এবং নাচোল পৌর ছাত্রলীগের আমরা নিজ এলাকার কৃষকদের পাশে দাঁড়িয়েছি। আমরা নাচোল উপজেলা ওপৌর এলাকায় যে কোন কৃষকের ধান কেটে দেবার জন্যে প্রস্তুত রয়েছি। কোন কৃষক যদি মনে করেন, ধান কাটতে আমাদের সহযোগিতা লাগবে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করলেই হবে। আমরা তার ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দিবো।
এদিকে ছাত্রলীগের এই মহতি উদ্যোগকে সর্বমহলে বেশ প্রশংসিত হয়েছে। তাদের স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং সচেতন মহল।