দিনাজপুরে ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই
দিনাজপুর শহরের সাজু ইসলাম (২৬) নামে ১ ইজিবাইক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুবৃত্তরা।
নিহত সাজু ইসলাম (২৬) হলেন দিনাজপুর শহরের উলিপুর কসবা এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
আজ সোমবার (১১মে) বিকাল ৫টায় দিনাজপুর সদর উপজেলার শহরের রাজবাড়ী খামারকাচাই নামক স্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কমকতা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনা স্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সুরতহাল রিপোটর্ প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। নিহতের গলায় চাকু দিয়ে আঘাত এবং ২ হাতের কবজী কেটে দেয়া হয়েছে। রোববার (১০মে) রাতে যে কোন এক সময় তাকে হত্যা করা হয়েছে।
এই ঘটনায় দিনাজপুর কোতয়ালী থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।