সদরপুরে অবসরপ্রাপ্ত শিক্ষকের প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে অনুদান প্রদান
গতকাল ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ ফজলুল হক পাইলট ইনস্টিটিউশনের অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিউদ্দীন হাওলাদার করোনা ভাইরাস প্রাদুর্ভাবের কারনে অসহায়দের থাকার জন্য তার সীমিত আয়ের কিছু অংশ উপজেলা নিবার্হী কর্মকর্তা পূরবী গোলদারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে নগদ ৫ হাজার টাকা অনুদান প্রদান করেন। শফিউদ্দীন হাওলাদার বলেন, আমি অবসরপ্রাপ্ত হওয়ার পর একটি স্যালো ম্যাশিন বসিয়ে অন্যের জমিতে সেচ দেই। সেই সেচের লভ্যাংশ থেকে এই অনুদানের টাকা প্রদান করি। এব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাকে সাধুবাদ জানান এবং সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাঁশে দাঁড়ানোর আহব্বান জানান।