করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দিনাজপুরে সকল প্রকার যানবাহনের বহির্গমণ বন্ধ ঘোষণা
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ শনিবার (১১ এপ্রিল) দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম কতৃক প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়,, করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ এবং কোভিড-১৯ রোগের বিস্তার নিয়ন্ত্রণের উদ্যেশ্যে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দিনাজপুর জেলার সকল প্রকার যানবাহনের বহির্গমণ বন্ধ ঘোষণা করা হলো।
তবে জরুরী পরিসেবা যেমন- বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট এবং এতদসংশ্লিষ্ট সেবা কাজে নিয়োজিত যানবাহন, চিকিৎসা সেবায় নিয়োজিত এবং ঔষধসহ চিকিৎসা সরঞ্জাম বহনকারী, ঔষধ-শিল্প সংশ্লিষ্ট যানবাহন ও কর্মী, কৃষিজ পন্য, সার বীজ, কীটনাশক, জ্বালানি ইত্যাদি পণ্য পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী চলাচল, কৃষিজ পন্য উৎপাদন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের উৎপাদন, খাদ্যদ্রব্য উৎপাদনসহ জীবনধারণের মৌলিক পন্য উৎপাদন ও পরিবহন কাজে নিয়োজিত যানবাহন ও কর্মী চলাচল, সরকারি ও বেসরকারি ত্রাণ কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট ব্যাক্তি ও তাদের যানবাহন, সংবাদপত্র, সাংবাদিক ও সংবাদকর্মী পরিবহন কাজে নিয়োজিত যানবাহনের ক্ষেত্রে এ আদেশ শিথিল থাকবে।
অত্যাবশ্যকীয় প্রয়োজনে বা কাজে চলাচলকারী রিকশায় একজনের বেশি যাত্রী ও মোটরসাইকেলে চালক ব্যাতীত অন্য কোন যাত্রী পরিবহণ নিষিদ্ধ করা হলো। অন্য সময় অতীব জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে বের না হওয়ার জন্য সকলকে অনুরোধ করা হলো। একই সাথে এক এলাকা থেকে অন্য এলাকায় চলাচল কঠোরভাবে সীমিত করা হলো। আর বিরাজমান পরিস্থিতি উন্নতি হলে মানুষের জীবন-জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পর্যায়ক্রমে চালু করা হবে। আইন অমান্য করলে ব্যবস্থা গ্রহন করা হবে। তবে, জরুরী প্রয়োজনে সামাজিক দুরত্ব বজায় রেখে চলাচল করা যাবে।