• ঢাকা
  • বৃহস্পতিবার, ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৩শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
ফরিদপুরে মেডিকেলের ছাত্রদের উদ্যোগে খাদ্য সহায়তা পেল ৫০ টি পরিবার

ফরিদপুরে মেডিকেলের ছাত্রদের উদ্যোগে খাদ্য সহায়তা পেল ৫০ টি পরিবার

জিল্লুর রহমান রাসেল, ফরিদপুর ফরিদপুর মেডিকেল ও ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন (MDSAF) এর উদ্যোগে এবং বিএনএসবি জহুরুল হক চক্ষু হাসপাতালের চীফ কনসালটেন্ট ডাঃ রাহাত আনোয়ার চৌধুরীর সার্বিক সহযোগিতায় করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শহরের ৫০ টি পরিবারকে খাদ্য সামগ্রী তাদের বাড়িতে পৌছে দিয়েছেন সংগঠনটির কর্মীরা।

আজ ১২-০৪-২০ রবিবার দুপুর ১২.৩০ টায় মাচ্চর ইউনিয়নের অন্তর্গত চাঁদপুরের ফতেহপুর গ্রামের ১৫ টি ও কৈজুরী ইউনিয়নের মঙ্গলকোট এলাকায় ১৫টি সহ মোট ৫০ টি পরিবারকে এ খাদ্য সহযোগিতা করা হয়েছে। প্রত্যেক পরিবারকে ৪ কেজি চাল, আধা কেজি ডাল, ১ লিটার তেল, আধা কেজি চিড়া, আধা কেজি পিয়াজ, ১ কেজি আলু,লবন ও ১ টি সাবানের একেকটি প্যাকেট দেওয়া হয়।
এ সময় ফতেহপুর গ্রামের খাদ্য সহায়তা প্রাপ্ত এক বয়স্ক বলেন, দীর্ঘ দিন যাবৎ বাড়ি থেকে বের হতে পারতেছি না, কোন আয় রোজগার নেই, আমাদের বেচে থাকাই মুশকিল হয়ে পড়েছে। এই সাহায্যে কয়েকটা দিন হয়তো চলে যাবে কিন্তু তারপরে কি করবো? তাছাড়া আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররাও কোন খোঁজ খবর নেয় না। রোজগার বন্ধ হওয়াতে দিশেহারা আমরা।

খাদ্য বিতরণকালে ফরিদপুর মেডিক্যাল এন্ড ডেন্টাল এ্যাসোশিয়েশন এর সাধারন সম্পাদক মেডিকেল শিক্ষার্থী তানভীর রহমান প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক কে এম তানভীর, এনামুল হাসান, কার্যকরী সদস্য অভ্র তূর্য গুহ, ইশমাম ছোয়াদ অর্নব উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।