• ঢাকা
  • সোমবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে জানুয়ারি, ২০২৫ ইং
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে লাবু চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগ। শনিবার বিকাল ৪টায় উপজেলা পরিষদের মূল ফটকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চৌধুরী মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন মিয়ার সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুুদ মাতুব্বর, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী প্রমূখ। বিক্ষোভ মিছিলে হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে লাবু চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশেরই জন্ম হতো না। আজ স্বাধিনতাবিরোধী চক্র সেই জাতির জনকের ভাস্কর্য ভাঙচুর করে দেশ বিরোধী কাজে লিপ্ত হয়ে অস্থিরশীল পরিবেশ সৃষ্টি করছে। ভাস্কর্য ভাঙচুরের ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জানুয়ারি ২০২৫
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« ডিসেম্বর    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।