বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান স্মরণে মুক্তিযোদ্ধাদের দোয়া মাহফিল
বিজয় পোদ্দার, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
235 বার দেখা হয়েছে
০
সোমবার বেলা ১১ ঘটিকায় ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ের উদ্যোগে সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা, ঘাতক, দালাল নির্মুল কমিটির সাবেক সভাপতি ও আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক মাহাবুবুর রহমান খানের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই দোয়া মাহফিলে অংশ নেয়। এছাড়া মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার আবুল ফয়েজ শাহ নেওয়াজ।
আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা ডেপুটি কমান্ডার মোঃ নজরুল ইসলাম (জামাল), সাবেক সহকারী কমান্ডার খন্দকার আশরাফুজ্জামান মুরাদসহ নেতৃবৃন্দ।