করোনায় মৃত্যু হলে দাফনে প্রস্তুত আলেমগণের একটি দল
জিল্লুর রহমান রাসেল ও ইনামুল হাসান মাসুম ( নিউজটি তৈরি করেছে)
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মৃত্যু বরণ করলে তার গোসল, কাফন, দাফন নিয়ে মহা সমস্যায় পড়তে হচ্ছে। এমনকি কাউকে পাওয়া যাচ্ছে না জানাজা পড়ানোর জন্যও। সকলেই করোনা সংক্রমণের ভয়ে ভীত। কিন্তু এই সংকট মুহুর্তে এই কাজের জন্য স্বেচ্ছায় এগিয়ে এসেছেন একদল আলেম।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুম রেজা জানান, দেশে প্রাণ ঘাতক করোনা ভাইরাসের প্রকোপ বেশি হওয়ায় জেলা প্রশাসক অতুল সরকারের নির্দেশনা অনুযায়ী ইতিমধ্যে ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক একটি বিশেষ টিম গঠন করেছে। যেহেতু এখানে মানবতার বিষয়টি জড়িত তাই করোনা যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন, মানবতার ক্ষেত্রে কোন আপস নাই।
মনুষ্যত্বকে সামনে রেখে ফরিদপুর জেলায় কওমী মাদ্রাসার তরুণ আলেমদের একটি বিশেষ দল প্রস্তুতি গ্রহণ করেছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কোনো মুসলিম ইন্তেকাল করলে প্রশাসনের সহযোগিতা ও সমন্বয়ে তারা লাশ অতি যত্নের সাথে গোসল, জানাযা এবং দাফনের ব্যবস্থা করবে।
এ দলের প্রধান মুফতী মুস্তাফিজুর রহমান বলেন, আমরা প্রিয় নবী সাঃএর উত্তরশুরী, তাই হযরত মুহাম্মাদ সাঃ এর কোন উম্মত যেন জানাযা ব্যাতিত দাফন না হয় এবং শেষ গোসল সহ শরীয়াসম্মত ভাবে দাফন করে আমরা মানবতার খেদমতের মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করতে চাই।
আমার এ উদ্যোগকে এগিয়ে নিতে অগ্রণী ভূমিকা পালন করছেন হাঃ মাওঃ জামিল সিদ্দিকী(সদস্য সচীব), হাফেজ মাওঃ আবু নাসির, হাঃ মাওঃ খবির হোসাইন, মাওলানা শেহাবউদ্দিন সহ প্রায় ২৪ জন তরুণ আলেমেদ্বীন।