মোঃ রমজান শিকদার, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি-১৩/৮/২২
আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্রকার তারেক মাসুদের ১১ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। শনিবার সকালে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালিত হয়। তারেক মাসুদের পৈতৃক ভিটা ভাঙ্গা পৌর সদরের নুরপুর গ্রামে তার সমাধীতে তারেক মাসুদের সহধর্মিনী ক্যাথরিন মাসুদ ও তার মাতা নুরুন্নাহার মাসুদ ফুল দিয়ে গভীর শ্রদ্ধা প্রকাশ করেন। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন এর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে পুষ্প স্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুষ্প স্তবক অর্পণ করেন। তারেক মাসুদের সমাধীস্থলের পাশেই তারেক মাসুদের বর্ণাঢ্য জীবন নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। সরকারি কে এম কলেজের সাবেক অধ্যক্ষ মোশায়েদ হোসেন ঢালির সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান সুদিন সরকার মঙ্গল, বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের সভাপতি জহিরুল ইসলাম, প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ঢালী আল মামুন,ভাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, তারেক মাসুদের ভাই সাঈদ মাসুদ প্রমুখ।।
উল্লেখ্য ২০১১ সালের এই দিনে কাগজের ফুল ছবির শুটিং শেষে ঢাকা ফেরার পথে মানিকগঞ্জের জোকা নামক স্থানে মাইক্রোবাস দুর্ঘটনায় তারেক মাসুদ, মিশুক মুনির সহ পাঁচজন প্রাণ হারান।