সালথা’য় মোবাইল কোর্টে ফল ব্যাবসায়ী ও করাতকল মালিককে জরিমানা
ফরিদপুরের সালথায় ভোক্তা অধিকার আইনে দুই ফল ব্যবসায়ী ও লাইসেন্স না থাকায় এক করাতকল মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে উপজেলা সদর বাজার ও নকুলহাটি এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট হাসান মোঃ হাফিজুর রহমান (টুটুল)।
ভ্রাম্যমান আদালতের পেস্কার রফিকুল ইসলামের কাছ থেকে জানা যায়, সালথা বাজারের ফল ব্যবসায়ী আরব আলী ও সমীর বাবু ক্রেতাদের ওজনে কম দেওয়ায় ভোক্তা অধিকার আইনে প্রত্যাককে ২ হাজার করে দুইজনকে ৪ হাজার টাকা এবং লাইসেন্স না থাকায় আটঘর ইউনিয়নের নকুলহাটি এলাকার করাতকল মালিক শফিকুল ইসলামকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
১৩ মে ২০২০