মধুখালীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
ফরিদপুরের মধুখালী উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আজ মঙ্গলবার দূর্যোগ প্রশমন দিবস পালনের লক্ষ্যে মধুখালীতে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চত্ত্বর হতে র্যালী বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তফা মনোয়ারের সভাপতিত্বে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদেরর চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোর্শেদা আক্তার মিনা,উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. পৃথিজ কুমার দাস। আলোচনা সভায় ইউপি চেয়ারম্যানবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।