নগরকান্দায় অবৈধ ড্রেজার মেশিন জব্দ
নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে বালু উত্তলনের দায়ে দুটি ড্রেজার মেশিন ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৩ আগষ্ট) দিনব্যাপী অভিযানে উপজেলার কাইচাইল বিল থেকে দুটি ড্রেজার মেশিন জব্দ করা হয়।
এসময় নগরকান্দা থানা পুলিশ ও আনসার সদস্যদের সঙ্গে নিয়ে অভিযানটি পরিচালনা করেন, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ইমাম রাজি টুলু।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ইমাম রাজি টুলু বলেন, আজ কাইচাইল বিল হতে ২টি ড্রেজার জব্দ করেছি। উপস্থিত কাউকে না পেয়ে জরিমানা করা যায়নি। এসময় তিনি আরো বলেন, অবৈধভাবে বালু উত্তলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না, আমাদের এ অভিযান নিয়মিত চলবে।
শফিকুল খান জনি
১৩ আগষ্ট ২০২২