• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে দ্বিতীয় মেয়াদে স্বরূপ বকসী বাচ্চু সভাপতি ও উত্তম কুমার রায় সা: সম্পাদক নিবার্চিত

শিমুল, দিনাজপুর প্রতিনিধি :

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিলে পুনরায় স্বরূপ বকসী বাচ্চু সভাপতি এবং উত্তম কুমার রায় সা:সম্পাদব নিবার্চিত হয়েছে।

১৩ মার্চ শনিবার বাংলাদেশ শিশু একাডেমী দিনাজপুরের মিলনায়তনে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে দ্বি-বার্ষিক কাউন্সিলর অধিবেশ-২০২১ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু“র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীরগঞ্জ-কাহারোল ১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান বাবু মনোরঞ্জন শীল গোপাল।

উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ  বিভাগীয় যুগ্ম সাধারণ সম্পাদক (রংপুর বিভাগ) বাবু গোপাল চন্দ্র দেবনাথ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় পূজা উদ্যাপন পরিষদের নির্বাহী সদস্য সুনীল চক্রবর্তী বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক হরি চাদ মন্ডল।

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজ দেবোত্তের এস্টেটের এজেন্ট রণজিৎ কুমার সিংহ, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, রংপুর রোমা কান্ত রায়, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং।

বার্ষিক প্রতিবেদন এবং আয়-ব্যয়ের প্রতিবেদন পাঠ করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার রায়। শুভেচ্ছা বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কার্তিক সরকার, জেলা কমিটির সহ-সভাপতি এ্যাড. ডিজেন্দ্রর নাথ, চিরিরবন্দর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি জ্যোতিষ চন্দ্র রায়।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের সমর্থন ও প্রস্তাবে এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের অনুমোদনে পুনরায় আবারো দ্বিতীয় মেয়াদের জন্য স্বরূপ বকসী বাচ্চু সভাপতি এবং উত্তম কুমার রায় সাধারন সম্পাদক নিবার্চত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।