করোনাভাইরাস সন্দেহে দিনাজপুর জেলায় আরও ৫৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ
করোনাভাইরাস সন্দেহে দিনাজপুর জেলায় আরও ৫৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস সন্দেহে দিনাজপুর জেলায় আরও ৫৭ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষার জন্য রংপুরে পাঠানো হয়েছে। এর আগে ৩৬ জন ব্যক্তির সবগুলো রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন দিনাজপুর সিভিল সার্জন ডা. মো. আব্দুল কুদ্দুস।
দিনাজপুর জেলা সিভিল সার্জন জানান, দিনাজপুর জেলায় করোনাভাইরাস সন্দেহে মোট ৯০ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে। আরও নমুনা সংগ্রহ চলছে। এর মধ্যে ৩৬ জন ব্যক্তির নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে, যার সবগুলোই নেগেটিভ। আর ৫৭ জন ব্যক্তির নমুনা পরীক্ষা ফল পাওয়া যাবে আগামীকাল মঙ্গলবার।তবে এখন পর্যন্ত দিনাজপুর জেলায় চিহ্নিত করোনা রোগী নেই বলে জানান সিভিল সার্জন।