• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং
ঘুরে এলাম সুন্দরবন

ঘুরে এলাম সুন্দরবন

   সে এক দারুণ অনুভূতি, ঘুরে এলাম সুন্দরবন। গতকাল শুক্রবার অনেকটা হটাৎ করেই যাওয়া হলো মংলা সুন্দরবন।

ফরিদপুরের সালথা উপজেলা পরিষদের কর্মচারী ক্লাবের পক্ষে সুন্দরবনে বন ভোজনের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে র্যাফেল ড্র ও সাংস্কৃতিক পর্বের আয়োজন করা হয়। সুন্দরবন ভ্রমন শেষে বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও খাঁনজাহান আলীর মাজার ভ্রমন করা হয়।

সুন্দরবন ভ্রমন এক দারুণ অনুভূতির ব্যাপার, বনের মধ্যে চারিদিকে সবুজের সমারোহ। মাঝে মাঝে উকি মারে বানর।

 

একদিকে গঙ্গা, অন্যদিকে মেঘনা তো অপর দিকে ব্রহ্মপুত্র। তিন নদী ও নদের অববাহিকায় তৈরি বদ্বীপ অঞ্চল বিশ্বের বৃহত্তম ডেল্টা। সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য এই সুন্দরবন। নিবিড় রহস্য যেখানে ভয়ঙ্করের চেয়েও সুন্দর। সেই টানে বেরিয়ে পড়া বাঙালি মনের সহজাত প্রবৃত্তি। তেমনই আবিষ্ট হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা। সুন্দরী জঙ্গলের দেশ ছিল গন্তব্য।উঠলো বাই তো বনে যাই।

 

বারো মাসে তেরো পার্বনের বাংলায় কর্মবিরতি এখন বেশ সহজলভ্য। সুযোগের সদ্ব্যবহার না করে কি থাকা যায়! তাইতো ভ্রমনের দাওয়াত পেয়ে আর লোভ সামলাতে পারিনাই!

বাংলায় সুন্দরবনের আক্ষরিক অর্থ সুন্দর জঙ্গল বা বন অথবা বনভূমি। বিশ্বের বৃহত্তম ডেল্টাকে সুন্দরী গাছের স্বর্গরাজ্য বলা হয়। সেই থেকে এর নামও নাকি সুন্দরবন। জলপথে সেই স্থানে পৌঁছে সৌন্দর্য্যে মুগ্ধ হওয়া ছাড়া আর কোনও উপায় অবশিষ্ট থাকে না।

 

ভৌগলিক গঠন

প্রায় ১০ হাজার বর্গকিলোমিটার এলাকা জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের ৬,০১৭ বর্গ কিলোমিটার অংশ রয়েছে বাংলাদেশে। ওপার বাংলার খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলা সুন্দরবনের অন্তর্গত। এপার বাংলার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একটা অংশ জুড়ে রয়েছে সুন্দরীর জঙ্গল। মোট বনভূমির ৩১.১ শতাংশ বা ১৮৭৪ বর্গকিলোমিটার অংশে নদী-নালা, খাঁড়ি, বিলের একাধিপত্য। বাকিটা স্থলভাগ। বনের ঘনত্ব ও ব্যাপকতা এতটাই যে, ১৯৯২ সালে ইরানের রামসার কনভেনশনে সুন্দরবনকে বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। ১৯৯৭ সালের ৬ ডিসেম্বর বিশ্বের বৃহৎ ডেল্টাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয় ইউনেস্কো।

বনভোজন অনুষ্ঠানে প্রধান সফর  ছিলেন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, সাংবাদিক মনির মোল্যা, যুবলীগ নেতা সোহেল মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সমাজ সেবক এনায়েত হোসেন চাঁন মিয়া, বিকু ডাক্তারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের  কর্মচারীবৃন্দ।

 

 

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।