ফরিদপুর শহরের দক্ষিন টেপাখোলা লালের মোড়ে অবস্থিত স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধনের ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী শুক্রবার রাত ৯টায় নিজ কার্যালয়ে পালিত হয়েছে। মহামারী করোনা প্রাদুভাবের কারনে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্টান সংক্ষিপ্ত আকার করা হয়।
এ উপলক্ষে বন্ধনের নিজ কার্যালয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।পরে আলোচনা, সাধারন সভা ও নৈশ্য ভৌজের আয়োজন করা হয়।এ সময় বন্ধনের সভাপতি সৈয়দ আওয়ালুর রহমান জুয়েল ,সহ সভাপতি কে এম কামরুল আহসান, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মামুন হোসেন, কোষাধ্যক্ষ মোঃ কামাল উদ্দিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ ইফতেখার আহমেদ সজল, দপ্তর সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, কার্যকরী সদস্য মোঃ জাবেদ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।