• ঢাকা
  • শুক্রবার, ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ, ২রা জুন, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুর স্বেচ্ছাসেবক লীগের বৃক্ষরোপণ

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ ফরিদপুর জেলা ও শহর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসূচির প্রতিপাদ্য ছিলো ‘গাছ লাগান পরিবেশ বাঁচান’।

গতকাল সোমবার হঠাৎ বাজার চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি  শওকত আলী জাহিদ । গাছ লাগানের ফলে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা ও জলবায়ু ভারসাম্য রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে । এর ফলে দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের নীজ উন্নয়ন ও সাধিত হয়।

তিনি আরো বলেন, দেশের প্রতিটি মানুষ অন্তত পক্ষে তিনটি করে গাছ লাগালে খুব শীঘ্রই বাংলাদেশ সবুজায়নে পরিণত হবে।

ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত জাহিদ বলেন, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীগণ যদি ১৮ কোটি মানুষের মধ্যে প্রচারণা চালায়, এর মধ্যে অন্তত পক্ষে ১০ কোটি লোক পাঁচটি করে গাছ লাগায়, তাহলে ৫০ কোটি গাছ লাগানো খুব একটা কঠিন হবে না। এর ফলে দেশের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার পাশাপাশি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধি পাবে। গাছ আমাদের পরম বন্ধু, এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদেরই। এ মহান দায়িত্ব আমাদের পালন করতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন  ফরিদপুর শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক,এটি এম জামিল তুহিন, যুগ্ন সাধারন সম্পাদক,আলহাজ্ব মেহেদি চিশতি,সাংগঠনিক সম্পাদক,জাহাংগীর আলম, মোস্তফা কামাল, প্রচার সম্পাদক, জাকির হোসেন আরজু, রাজকুমার সহ জেলা ও শহর স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মী প্রমূখ।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

জুন ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« মে  
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।