• ঢাকা
  • শুক্রবার, ১০ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ, ২৪শে মার্চ, ২০২৩ ইং
Mujib Borsho
Mujib Borsho
নগরকান্দার আলোচিত বাবু মোল্লার হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের চর ছাগলদী গ্রামের বীর মুক্তিযোদ্ধা জিল্লু মোল্লার ছেলে ব্যবসায়ী বাবু মোল্লাকে কুপিয়ে হত্যার ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা।

মঙ্গলবার সকালে নগরকান্দা-সালথা আঞ্চলিক সড়কের চর ছাগলদী এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন থেকে বক্তারা ব্যবসায়ী বাবু মোল্লার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানান।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বাবু মোল্লার স্ত্রী তানিয়া আক্তারী, ভাই হিরু মোল্লা, নিহতের কন্যা ফাতেমা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে স্থানীয় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত (৩০ মে) নগরকান্দা বাজারের হার্ডওয়্যার ব্যবসায়ী বাবু মোল্লাকে কুপিয়ে ও শরীরে ৩২টি লোহার পেরেক ঢুকিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী তানিয়া আক্তারী বাদী হয়ে মোঃ আল আমিন মিয়া, মোঃ জাকির মোল্লা, আমির মোল্লা, শামীম মোল্লা, মোঃ হিরু মোল্লা, আফজাল মোল্লা, হায়দার মোল্লাসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে নগরকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

মামলায় পুলিশ হায়দার মোল্লা নামের একজনকে আটক করলেও বাকিরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

মার্চ ২০২৩
শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
« ফেব্রুয়ারি  
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।