• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
কে.বি.এম কলেজে শহীদ বুদ্ধিজীবি দিবস-২০২০ অনুষ্ঠিত

আজ ১৪ ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। পৃথিবীর ইতিহাসের এক কালো অধ্যায়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে বাঙালি বুদ্ধিজীবী নিধন বাংলাদেশের ইতিহাসে নৃশংসতম ও বর্বরোচিত হত্যাযজ্ঞ। জাতি যখন বিজয়ের খুব কাছে সেই সময় পাকিস্তানি বাহিনীর সহযোগিতায় রাজাকার, আলবদর, আলশামস বাহিনী দেশের শ্রেষ্ঠ সন্তানদের ধরে ধরে হত্যা করে। ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। বাঙালি শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদগণ এই সুপরিকল্পিত হত্যাযজ্ঞের শিকার হন।

সোমবার (১৪ ডিসেম্বর) কে.বি.এম কলেজ দিনাজপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে  অধ্যক্ষ   কে.বি.এম কলেজ দিনাজপুর মোঃ জিয়াউল হুদার সভাপতিত্বে সামাজিক দূরত্ব নিশ্চিত করে কুইজ ও রচনা প্রতিযোগীতা এবং আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এ সময় মোঃ হাসানুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সরদার কুদরত-ই-খুদা, উপাধ্যক্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর,  মোঃ আব্দুর সবুর সহ সহকারী অধ্যাপক  কে.বি.এম কলেজ দিনাজপুর,আখতারি বেগম, সহকারী অধ্যাপক  কে.বি.এম কলেজ দিনাজপুর, শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন মনিরা খাতুন ডিগ্রি ১ম বর্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর।

উক্ত অনুষ্ঠানে সমাপনী বক্তব্য ও পুরষ্কার বিতরণ করেন অনুষ্ঠানের সভাপতি মোঃ জিয়াউল হুদা, অধ্যক্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর।

উক্ত অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন সুমাইয়া আক্তার, বাংলা ১ম বর্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর, ২য় স্থান অধিকার করেন আবু সায়েম প্রধান, বাংলা ১ম বর্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর, ৩য় স্থান অধিকার করেন সেলিম রেজা অর্থনীতি ৪র্থ বর্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর।

উক্ত অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন মনিরা খাতুন ডিগ্রি ১ম বর্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর,  ২য় স্থান অধিকার করেন মেহেদী হাসান মিম ডিগ্রি ১ম বর্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর, ৩য় স্থান অধিকার করেন ফারিয়া ইয়াসমিন বাংলা ১ম বর্ষ কে.বি.এম কলেজ দিনাজপুর।

উক্ত অনুষ্ঠানে কে.বি.এম কলেজ দিনাজপুরের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃদ্ধ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।