• ঢাকা
  • রবিবার, ৩১শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৫ই সেপ্টেম্বর, ২০২৪ ইং
করোনায় ইলিশের বাজার ক্রেতা শুন্য

পহেলা বৈশাখের বাঙালির প্রধান আকর্ষণ পান্তা-ইলিশ। বিগত বছরগুলোতে পান্তা-ইলিশ যেন বিত্তবানদের খাবার ছিল। অতিরিক্ত দাম ও মাছের স্বল্পতার কারণে পাতে জুটত না বাঙালির প্রিয় এ খাবার। কিন্তু এ বছরের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সস্তায় মিলছে ইলিশ। করোনার কারনে দেশ অবরুদ্ধ থাকায় মানুষ বাসা থেকে বাহির হচ্ছে না। আর এজন্য নববর্ষের সময় সবচেয়ে দামি জিনিস ইলিশ মাছেরও এবার আকাশচুম্বি দাম ওঠেনি। বাজারে রয়েছে পর্যাপ্ত ইলিশ মাছ। তবে সস্তায় ইলিশ মিললেও ইলিশের ক্রেতা নেই। রাজধানীর বিএনপি বাজার মাছের বাজারে গিয়ে দেখা গেছে প্রচুর পরিমাণে ইলিশ মাছ থাকলেও ক্রেতা খঁজে পাচ্ছেনা মাছ ব্যবসায়ীরা। এজন্য অল্প দামেই বিক্রয় করতে হচ্ছে বলে জানিয়েছে তারা। তারা বলেন, বিগত বছরগুলোতে পহেলা বৈশাখের আগে এক কেজি ওজনের ইলিশ যেখানে বিক্রয় করতাম দেড় থেকে দুই হাজার টাকায় সেখানে এবছর তা বিক্রয় করতে হচ্ছে ৬০০-৭০০ টাকায়। অন্যদিকে একই অবস্থা রাজধানীর তালতলার বাজারে। সেখানেও রয়েছে ইলিশ মাছের সয়লাব। তবে ক্রেতার অভাব। এই বাজারের ব্যবসায়ীরা জানিয়েছেন, তারা প্রতি কেজি ইলিশ মাছ বিক্রি করছে ৭০০ টাকায়। এছাড়া শ্যমলী, মোহাম্মদপুর, শেওড়াপাড়াসহ বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে মাছের সয়লাব। ব্যবসায়ীরা জানিয়েছেন, বিগত বছরগুলোতে ইলিশ মাছ অনেক বিক্রি হতো। কিন্তু লকডাউনের কারণে মানুষ বাজারে কম আসছে তাই কম দামে মাছ বিক্রি করা হচ্ছে। এক কেজি ওজনের নদীর ইলিশের দাম ৮০০ থেকে ৯০০ টাকায় বিক্রি হচ্ছে। ৭০০-৮০০ গ্রামের কেজি দাম সাড়ে ৬০০ থেকে ৭০০ টাকা। আর ৫০০ গ্রামের কেজি সাড়ে ৫০০ টাকা। বিএনপি বাজারের মাছ ব্যবসায়ী আবু সাইদ জানান, গত ১০ বছরেও পহেলা বৈশাখের আগে এমন চিত্র দেখেনি। এ সময় মাছের প্রচুর চাহিদা থাকে। শুধু বিত্তবান শ্রেণির মানুষ মাছ কিনতে পারত। কিন্তু এবার করোনার কারণে মাছের দাম কম। লকডাউনের ফলে মানুষ বাজারে সেভাবে আসছে না। আরেক ব্যবসায়ী আতাউর রহমান জানান, সাধারণত এ সময় বাজারে ইলিশের দাম বেশি থাকে। তবে এ বছর ইলিশের সরবরাহ বৃদ্ধি ও করোনার কারণে মানুষ কম কেনায় দামও অনেকটা কমে গেছে। তাই ক্রেতাদের মধ্যেও বেড়েছে ইলিশের চাহিদা। ইলিশের দামের প্রভাব পড়েছে অন্য প্রজাতির মাছেও। এর সুফল পাচ্ছে ক্রেতারা। এদিকে মাছ কিনতে আসা ব্যবসায়ী আতিক হাসান জানান, করোনার কারণে বাসা থেকে বের একবারে হচ্ছি না। কিন্তু আজ পহেলা বৈশাখ। বাসার বাইরে যেহেতু বের হতে পারব না, তাই ব্যক্তিগত সুরক্ষা নিয়ে মাছ কিনতে আসলাম। এসে দেখি হাতের নাগালে কম দামেই মাছ পাওয়া যাচ্ছে।

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

সেপ্টেম্বর ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« আগষ্ট    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।