ধারাবাহিক প্রতিবেদন
পর্ব-১
স্বেচ্ছায় জনগনের পাশে বাঘার মাহাবুর
মাহাবুর রহমান বাবা-মায়ের কোলজুড়ে পৃথিবীর আলোর মুখ দেখেন ০১ ফেব্রুয়ারী ১৯৮০ ইং সনে । তিনি জন্মগ্রহন করেন রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের সবুজ-শ্যামল ছায়া ঘেরা নিভৃত গ্রাম আমরপুরে। পিতাঃ নাজিম উদ্দিন মাস্টার। ছোটবেলা থেকে মাহাবুর ছিলেন অতিব চঞ্চল এবং মেধাবী। লেখাপড়ায় ছিলেন বেশ মনোযোগী। মেধা,মনোযোগীতা, সাহসীকতা ও বন্ধুসুলভ হওয়ায় তাকে সবাই ভালোবাসতেন। তবে পরিক্ষার ফলাফল দেখে অনেকেই হতেন ঈর্ষান্বিত। তিনি তার শৈশব থেকেই মানুষের কথা ভাবতেন। সেচ্ছায় ভালোবাসার টানে আপদে বিপদে ছুটে গিয়ে মানুষের পাশে দাঁড়াতেন।
বোয়ালীয়াপাড়া হাইস্কুল থেকে ১৯৯৫ইং সনে এস এস সি পাশ করেন। পরে ভর্তি হন শাহ্দৌলা ডিগ্রী (বর্তমান সরকারী) কলেজে। সেখান থেকে ১৯৯৭ইং সনে এইচ এস সি পাশ করেন। ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে ২০০৩ সনে বি কম এবং এম কম শেষ করেন।লেখাপড়া শেষ করেই তিনি রেনেটা ফার্মাসিউটিক্যাল’স এ চাকুুুরী পেয়ে ঢাকা থেকে চলে আসেন নওগাঁ নজিপুর এলাকায়। দীর্ঘ্য ৫ বছর চাকরীর পর তার মনে পড়ে নিজ গ্রামের কথা, গ্রামের সহজ সরল মানুষের কথা। মানুুুুষের ভালবাসা আর শেকড়ের টানে ২০০৮ সালে নিজ গ্রামে ফিরে আসেন । গ্রামেে ফিরেই মাহাবুর সাধুর বাজারে সাধু ঔষধ বিতান নামে একটি ফার্মেসী প্রতিষ্ঠা করেন। সেই ফার্মেসী থেকে তিনি তার এলাকার ১৮২ জন গরীব অসহায় মানুষের মাঝে প্রাথমিক চিকিৎসা সেবার ঔযধ দিয়ে আসছেন।
বাকী অংশ আগামী পর্বে