নাচোলে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বৃদ্ধিতে কৃষক প্রশিক্ষণ
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যাবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
লেবু জাতীয় ফসলের উপর প্রশিক্ষণ দেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক পি পি ড.মোঃ ইয়াসমিন আলী, নাচোল উপজেলা কৃষি অফিসার বুলবুল আহম্মেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কল্লোল কিশোর সরকার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন নাচোল কৃষি উপ-সহকারী অফিসার মোঃ রবিউল ইসলাম, আমিনুল ইসলাম, রাকিবুল ইসলাম, জিয়াউর রহমান, আবুল কালাম আজাদ।
প্রশিক্ষণ শেষে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও লেবু, মাল্টা জাতীয় গাছের চারা বিতরণ করা হয়।