মাহবুব পিয়াল :
ফরিদপুর জেলা পরিষদে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বর্ণাঢ্য ব্যক্তিগত,পারিবারিক ও সংগ্রামী রাজনৈতিক জীবন নিয়ে “বঙ্গবন্ধু কর্নার” স্থাপন করা হয়েছে।
বুধবার দুপুর ১টায় নিজ অফিস কক্ষে ফিতা কেটে “বঙ্গবন্ধু কর্নার”এর উদ্বোধন করেন জেলা পরিষদ,ফরিদপুরের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার। বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো: মুজিবুর রহমান ও আলোকিত সোনার মানুষ হতে চাই-এর সভাপতি মো: মনিরুল আহসান লিমন। এ সময় জেলা পরিষদের হিসাব রক্ষক শাখাওয়াত হোসেন চৌধুরী নিঝুম, প্রধান সহকারী দিপন কুমার ঘোষ, গোপনীয় সহকারী বিশ^জিৎ কুমার ভৌমিক,শিক্ষক আবুল কালাম সিদ্দিকী ডাবলু,ব্যবসায়ী অরুন মন্ডল, মো: জাকির হোসেন রইচসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনের সময় জেলা পরিষদ,ফরিদপুরের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক ভোলা মাস্টার বলেন,বাংলাদেশকে জানতে হলে সবার আগে বঙ্গবন্ধুকে জানতে হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃঢ় নেতৃত্বে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি,লাল সবুজের পতাকা পেয়েছি। তিনি বলেন, বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে জেলা পরিষদ ভিজিট করতে আসা ছাত্র-শিক্ষক,কর্মকর্তা-কর্মচারীসহ এই অঞ্চলের আপামর জন সাধারন বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সোনার বাংলা বির্নিমানে ভুমিকা রাখতে সক্ষম হবে।