সালথায় ভোরের কাগজ ও আমার সংবাদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
সোমবার বিকালে ফরিদপুরের সালথায় দৈনিক ভোরের কাগজ ও দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। উপজেলা সম্মেলন কক্ষে কেক কেটে পৃথক পৃথকভাবে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
অনুষ্ঠানের আয়োজন করেন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আরিফুল ইসলাম ও দৈনিক আমার সংবাদের প্রতিনিধি বিধান মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, আবু নাসের হুসাইন, মনির মোল্যা, এমকিউ হোসাইন বুলবুল, নুরুল ইসলাম, চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, মজিবুর রহমান, আজিজুর রহমান, সাইফুল ইসলাম, শফিকুল ইসলাম, শরিফুল হাসান, মোহাম্মদ সুমন, আকাশ সাহা প্রমূখ।