ফরিদপুর শ্রীঅঙ্গনে দীর্ঘ সাত মাস পর ভাগবত পাঠ শুরু
মানিক কুমার দাস, ফরিদপুর
প্রকাশিতঃ 4 বছর আগে
240 বার দেখা হয়েছে
০
ফরিদপুর শ্রীঅঙ্গনে দীর্ঘ সাত মাস পর ভাগবত পাঠ শুরু হয়েছে।
মহামারী করোনার কারণে ৭ মাস বন্ধ থাকার পরে বৃহস্পতিবার বিকাল থেকে আবার ভাগবত পাঠ শুরু হয়েছে শ্রী অঙ্গনে।
এ ব্যাপারে শ্রীঅঙ্গন কর্তৃপক্ষ জানান মহামারী করোনার কারণে মার্চ মাসের পর থেকে এখানে আর কোন ভাগবত পাঠ হয়নি।
যদিও কিছুদিন আগে শ্রীঅঙ্গনের প্রবেশদ্বার বিকেল পাঁচটা হতে রাত আটটা পর্যন্ত খুলে দেয়া হয় । এদিকে ভাগবত পাঠের প্রথম দিন অল্প কিছু সংখ্যক ভক্তকে উপস্থিত থাকতে দেখা গেছে।