নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: করোনায় পুরো পৃথিবী যখন বিপর্যয়ের মুখে।বাংলাদেশ ও তার ভয়াল থাবায় থুবড়ে পড়েছে বিকল হয়ে।এটা প্রতিরোধের জন্য সারাদেশে বিভিন্ন স্থানে লকডাউনের সাথে সাথে রাজশাহী তেও বহাল আছে লকডাউন।এতে সবচেয়ে বিপদের মুখে যাচ্ছে,তাই ভাবে দুবেলা দু’মুঠো খেয়ে দিন কালাতিপাত করছে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণীর খেটে খাওয়া মানুষ গুলো।এমতাবস্থায় সরকারের পাশাপাশি বিভিন্ন মাধ্যমের ত্রাণসামগ্রীর আশায় অনেকেই বুক বেঁধে থাকে।এই যখন অবস্থা তখন স্বপ্ন-ফেরির(একটি সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন)পক্ষ থেকে খাবার নিয়ে রাজশাহীর ভদ্রার পদ্মা আবাসিক লেকের পাড়ে বিভিন্ন বস্তিসহ পুরো রাজশাহী শহরেই বিভিন্ন পেশা শ্রেনীর ঘরে থাকা পাঁচ শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
ব্যতীক্রমধর্মী এই আয়োজনের খাবার বিতরণ করা হয় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সাহায্যে।জানতে চাইলে সংগঠনটির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন,এভাবে দুঃস্থ অসহায়দের পাশে দাঁড়াতে পারলে হয়ত কিছু টা লাঘব হবে তাদের দুর্দশা।আজকে খাবারের জন্য মানুষের যে হাহাকার দেখলাম।তা খুবই দুঃখজনক।তিনি সাংবাদিকদের জানান,এই দুঃসময়ে সাধারণ মানুষ ও সুবিধা বঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে পেরে তিনি খুব আনন্দিত। তিনি এই দুঃসময়ে নিন্ম আয়ের লোকজনের পাশে সমাজের সকল বিত্তবানদেরকে এগিয়ে আসার উদাত্ত আহবান জানান।উল্লখ্য স্বপ্ন-ফেরি একটি সমাজসেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সুবিধাবঞ্চিত শিশুদের বিনামূল্যে শিক্ষাদান সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ করে আসছে।