রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করছেন ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু র পৌর
লক্ষ্মীপুর স্টেশন বাজার সড়কের কাজ উদ্বোধন করলেন ফরিদপুর পৌর মেয়র।
ফরিদপুর জেলার লক্ষীপুরের স্টেশন বাজার সড়কের কাজ উদ্বোধন করলেন ফরিদপুর পৌর মেয়র শেখ মাহাতাব আলী মেথু।
তিনি আজ বুধবার সকালে সড়ক উদ্বোধনের সময় এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় জানান এলাকাবাসীর দীর্ঘদিনের চাহিদা পূরণ হবে রাস্তায়। এবং রাস্তার স্থায়িত্ব থাকবে বহুদিন। গুরুত্বপূর্ণ রাস্তার চালু হওয়ার ফলে সর্বস্তরের লোক এ রাস্তায় চলাফেরা করবে। একই সাথে দেশের যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে এ রাস্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি মহান বিজয় দিবসের দিনে গুরুত্বপূর্ণ সড়কে শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোল্লা মোঃ শফিকুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী সৈয়দ মোঃ আশরাফ, উপ-সহকারী প্রকৌশলী শিমুল দাস।
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।