১৬ ক্ষুদে বালিকা ফুটবলারদের মানবিক সহায়তা দিলেন জেলা প্রশাসক অতুল সরকার
১৬ ক্ষুদে বালিকা ফুটবলারদের মানবিক সহায়তা দিলেন জেলা প্রশাসক অতুল সরকার
শাহাদাত হোসেন তিতু,ফরিদপুর প্রতিনিধি :ফরিদপুরের জেলা প্রশাসক প্রেরিত মানবিক সহায়তা পেলেন চাঁদের হাট গালস ফুটবল একাডেমীর ১৬ ক্ষুদে ফুটবলাররা। গতকাল বিকেলে ফরিদপুর সদর উপজেলার প্রত্যন্ত গ্রাম হাটগোবিন্দপুর,শোভারামপুর,দূর্গাপুর, গোলডাঙ্গীরচর ও ফরিদাবাদ এলাকার ১৬জন ক্ষুদে ফুটবলারদের বাড়ীতে বাড়ীতে এই মানবিক সহয়াতা পৌঁছে দেন চাঁদের হাট গালর্স ফুটবল একাডেমীর সভাপতি ও কোচ শাহাদাত হোসেন তিতু ও অর্থ সম্পাদক গৌতম কুমার সাহা । করোনা ভাইরাসের এই দূযোর্গে জেলা প্রশাসনের এই সহায়তাকে ক্ষুদে ফুটবলারদের অভিভাবকদের সহায়ক ভুমিকা পালন করবে বলে সংগঠক ও ফুটবলারা মনে করে।