• ঢাকা
  • শনিবার, ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে এপ্রিল, ২০২৪ ইং
গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সংসদে এমপি

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী।

প্রতিবছর ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত উপকূলবাসীর জন্য টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জাতীয় সংসদে ব্যতিক্রমীভাবে তুলে ধরেছেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা। ‘আর কোনো দাবি নাই, ত্রাণ চাই না বাঁধ চাই’ লেখা প্ল্যাকার্ড গলায় ঝুলিয়ে সংসদে বক্তব্য দিয়েছেন তিনি।
আজ বুধবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের এই সাংসদ। এ সময় উপকূলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের জন্য এলাকাবাসীর দাবির প্রতি সমর্থন জানিয়ে তিনি গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বক্তব্য দেন। এস এম শাহজাদা বলেন, ‘সাম্প্রতিক ঘূর্ণিঝড়ের পর আমি ত্রাণ নিয়ে নিজ নির্বাচনী এলাকায় গিয়েছিলাম। সেখানে জনগণের রোষানলে পড়তে হয়েছে। উপকূলের অনেক সাংসদকেই এই পরিস্থিতিতে পড়তে হয়। এলাকাবাসী ত্রাণ চান না, তারা স্থায়ী বেড়িবাঁধ চান।’

ফেসবুকে লাইক দিন

তারিখ অনুযায়ী খবর

এপ্রিল ২০২৪
শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
« মার্চ    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
দুঃখিত! কপি/পেস্ট করা থেকে বিরত থাকুন।