ভাঙ্গায় নবাগত ইউএনওর বরণ অনুষ্ঠান
ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বরন অনুষ্ঠান হয়েছে। সোমবার দুপুরে উপজেলার মাধ্যমিক ও মাদ্রাসার প্রধান শিক্ষক এবং সহকারি শিক্ষকগণ তাকে ফুল দিয়ে বরন করে নেন।
মাদ্রাসা শিক্ষার অন্যতম বিদ্যাপিঠ ইকামাতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার হল রুমে আয়োজিত বরন অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুর রহমান খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নকে বাস্তবায়নের জন্য আমরা সকলে একসাথে কাজ করে যাব।
শিক্ষার্থীদেরকে মানসম্মত আধুনিক শিক্ষা প্রদান সহ সমাজ থেকে বাল্য বিবাহ এবং মাদক নিমুর্ল করতে হবে। শিক্ষকগণ মানুষ গড়ার কারিগর, তাদের দিকেও সরকার যথেষ্ট নজর দিয়ে কাজ করে যাচ্ছে।
ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্হিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভুমি) আল-আমিন, ইকামতেদ্বীন মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবু ইউছুফ মৃধা, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা সৈয়দ আহমেদ জমসেদ, শরীফাবাদ হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাখাওয়াৎ হোসেন, কাজী ওয়ালীউল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাউদ্দিন খান, আব্দুর রসিদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেজবাহাউদ্দিন, সদরদী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা, সৈয়দ জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার হোসেন, তারাইল মাদ্রাসার অধ্যক্ষ ইব্রাহিম মিয়া প্রমুখ।
অনুষ্ঠান শেষে উপজেলার সকল মাদ্রাসার পক্ষ হতে নবাগত ইউএনওকে ক্রেস্ট তুলে দেওয়া হয়।